ফালগুনী রায়

কবিতা - কিছু লিখতে পারছি না

ফালগুনী রায়

আমি লিখতে পারছি না লিখতে পারছি না কিছু

লিখতে পারছি না আর চারপাশে কুকুর ও বেশ্যার

চীৎকার হাসাহাসি হিজড়ের উপহাস আমি

পারছি না কিছু লিখতে পারছি না আর

বিশ্ব হতে হারিয়ে যাওয়া স্বপ্নলোকের চাবি দিয়ে

আস্তিক রবীন্দ্রনাথ আমায় ঠেঙিয়েছেন ভীষণ

তন্দ্রাচ্ছন্ন দুঃস্বপ্নে ঘুমের ভেতর একজন কালো খ্রীষ্ট

সারা গায়ে অসংখ্য বিষাক্ত সাপ জড়িয়ে

আমায় আলিংগন করতে চেয়েছিলেন ও একজন

মুর্খ ফাউস্ট মেফিষ্টোফিলিসের হাত ধরে চলে

গেছিলেন স্ট্রেট গ্যায়েটের কবরের দিকে

মাথায় প্রখর যন্ত্রণা হলে আমি আজকাল

পিকাসোর কিউবিক ছবি দেখি সারিডনের বদলে

এবং সৎসঙ্গের ধ্যান ও বাণী আমার প্রতিভাহীন শান্তির

অনুকূলে নয় জেনে গিয়ে গীতা পড়তে পড়তে

হঠাৎ হস্তমৈথুন শুরু করে এক ধরনের স্বস্তি পাই

সকলের আনুগত্য অস্বীকার করেও আমি শেষ পর্যন্ত

নিজের আত্মার কাছে ক্রীতদাস থেকে যাচ্ছি

অথচ আমি মুক্তিপ্রার্থী মুক্তির উপায় বোধ হয়

কিছু লিখে যাওয়া কিন্তু কিছুই লিখতে পারছি না

লিখতে পারছি না লিখতে পারছি না আর

কুকুর ও বেশ্যার চীৎকার হাসাহাসি হিজড়ের উপহাস।

পরে পড়বো
৩৭
মন্তব্য করতে ক্লিক করুন