আমার মস্তিষ্কের কোষ আর করে না সেই ভ্রাম্যমান শব্দ বিচ্ছুরণ
সঞ্চরণশীল বুদ্ধের উপদেশ পাহাড়তলীর গাঁ ছাড়িয়ে
ছড়িয়ে গিয়েছে একদিন গ্রীসে গান্ধারে নগরে বন্দরে
আমার ভাষা সব কেবলি কি স্বরযন্ত্র নির্ভর অথবা সে চেতনার উদ্ভাস
এই সব প্রশ্ন এসে উত্থিত শিশ্নের প্রবল কামোচ্ছাসকে কেবল করে যে নীরব
ইস্কুলে কলেজেও যোগ অভ্যাস শিক্ষা দেবেন ভারতসরকার
আর কম্যুনিষ্ট রাশিয়াও যৌগিক প্রক্রিয়ায় সারিয়ে ফেলবে তাদের
পাগলাগারদের অধিবাসীদের ও অ্যাথলীটদের বাড়াবে উদ্যম
মস্কো টু লেনিনগ্রাদ হবে টেলিপ্যাথীর বৈজ্ঞানিক
পরীক্ষা ভারতীয় মুনিদের কাছে যা ছিল নিছক ছেলেখেলা
সোভিয়েত রাশিয়ার অন্যতম আবিষ্কারক ও স্রষ্টা হে লেনিন
নাভির ওপর পদ্মফুলের কল্পনারত যোগীদের নিয়ে তির্যক ব্যঙ্গ কি
যা আপনি করেছিলেন ক্লারা জেৎকিনের কাছে- তবে আজ হল ব্যুমেরাং
হায় যোগের নামেতে আমরা ভারতীয়-
করতে শিখি ব্যাভিচার খেতে শিখি গাঁজামদভাং
এই আমার একমাত্র
কবিতা
যা কবিদের কবরে
বসে লেখা

মন্তব্য করতে ক্লিক করুন