কোথায় শহীদ বেদী ভেঙ্গে তৈরী হয়েছে শনির মন্দির
চলো চলো চলো সে মন্দির ভেঙ্গে ফের
তুলি গড়ে সর্বহারা বাহিনীর কেন্দ্র সামরিক
মৃত সব শহীদ বন্ধুর শেষ যৌনেচ্ছার উদ্দেশে
আমি একদিন করেছিলুম শোকপালন বন্ধ করে মাষ্টারবেশন
বেশ্যার ঘরে থাকে টেলিভিসন তাদের কুকুরের জন্যেও বরাদ্দ থাকে মাংস
দেওয়ালে ঝোলেন সেখানেও সস্ত্রীক পরমহংস
আর কত সত্যিকারের সতীমেয়ে বিপ্লবের কারণে
যৌনাঙ্গে বহন করে পুলিশের চুরুটের ছ্যাঁকা
তাদের প্রেমিকরা কেরিয়ারিষ্ট হতে না পারায় সমাজের চোখে বনে যায় বোকা
আর চালাকপাঁঠা কবিদের ভীড়ে ভরে ওঠে কফিহাউস
বঙ্গসংস্কৃতির প্যাণ্ডেল উঠিয়ে নিলে পর
ময়দানের সে জায়গায় চরে বেড়ায় ভেড়া-
কবিদের যোগ্যতা আমি চাই বিচার্য হোক কেবলি কবিতায়
রোজগেরে ছেলেদের ভীড় বেড়ে যাক বরং বিবাহসভায় অথবা বেশ্যাখানায়
রক্তমাংসের শরীর আমার মরে যাবে একদিন নিশ্চিত
তবু শব্দের শরীরে থাকবে বেঁচে আমার চেতনা
ভবিষ্যতের পাঠক আমি জানি কবি কত মাইনে পেতেন সে খবর নিশ্চিত
রাখবে না

মন্তব্য করতে ক্লিক করুন