প্রথমেই চাই আমার একটা বিসমবাহু ত্রিভুজ
বা তিনটি অসমান সরলরেখার যৌগিক সংস্থান ।
দুটি অসমান সরল রেখা আমার দু’চোখের মণি’র কেন্দ্রবিন্দুতে
উৎপন্ন শস্যের মতো তাকিয়ে থাকবে সোজাসুজি তোমার নীল ব্লাউজের
আড়ালে লুকিয়ে
থাকা-বিশালসমুদ্রের ঝড়ো-ঢেউয়ে
ভেসে ওঠা শংখ-স্তনের দিকে
তাদের ভূমি যে সে হবে সবচেয়ে দীর্ঘ-
মনুমেন্ট যে ভাবে নীলাকাশ ফুঁড়ে দ্যায় (জনৈক কমরেডের
সভা-শেষ মিছিলের আকাশ দর্শন!) এবং তার কোনো উৎপত্তি
নেই-পাতাউদির ব্যাটিংভরা জৌলুসের মতো
নিজের পরিচয় তার বিশ্বের পরিচয়
সে আমার প্রজনন-কেন্দ্র-অর্থাৎ লিঙ্গে।
সাধু-ভাষায় শিবলিঙ্গ-অসাধু নয় যারা তাদের কাছে
শুধু লিঙ্গ আর ওস্তাদ- দের কাছে শিবরুদ্র।
আমার দুচোখের দুই অসমানসরলরেখায়
রয়ে গ্যাছে ইন্দ্রধনুর সংগে প্রজাপতির পাখা-কে
ভালোলাগা বা না লাগার দ্বন্দ্ব-যাবতীয় সমাস
অলস্-ধারণার নাট-বল্টু-প্রত্যয়,সন্ধি ইত্যাদির।

মন্তব্য করতে ক্লিক করুন