শিরোনাম: বিভ্রম

গল্পকার: Author Avatar শংকর ব্রহ্ম

অণুগল্প বিভ্রম

বিভ্রম
শংকর ব্রহ্ম

প্রিতম খুব ভালবাসত নীলাকে। সে বেকার থাকাকালীন নীলার বিয়ে হয়ে যায়। বিয়ের পর যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় একেবারে। তার দু’বছর পর প্রিতম চাকরী পায় স্টেট ব্যাঙ্কে। সেখানেই একদিন সে নীলার দেখা পায়। বরের সঙ্গে জয়েন্ট একাউন্ট খুলতে এসেছিল। নীলা তার বরের সঙ্গেও প্রিতমের পরিচয় করিয়ে দেয়। নাম হিমাংশু সেন। লোকটিকে বেশ শান্তশিষ্ঠ, ভদ্রসভ্য মানুষ। সে প্রিতমকে তাদের বাড়িতে যেতে বলে একদিন। যাই যাই করেও যাওয়া হয়ে ওঠেনি।
পূজার পর একবার বিজয়া করতে গেলে, কেমন হয় ভেবে,আজ সে ঠিক করলো যাবে। একহাঁড়ি রসগোল্লা কিনে নিয়ে সে তাদের বাড়ির উদ্দেশে রওনা হলো, সেখানে পৌঁছে দেখলেন হিমাংশুবাবু তখন বাজারে বেরোচ্ছেন, তার সঙ্গে বিজয়ার প্রীতি বিনিময়ের পর তাকে ,’চা খেয়ে যাবেন’ বলে, তিনি একগাল হেসে, বাজারে বেরিয়ে গেলেন।
নীলার সঙ্গে কথা বলতে বলতে পুরনো দিনের প্রসঙ্গও উঠে এলো। নীলা বলল, জানও আজও আমি সেসব দিনগুলোর ভালবাসার কথা ভুলতে পারিনি। শুনে প্রিতম আপ্লুত হয়ে পড়ে। তাকে আবেগে জড়িয়ে ধরে, আশ্লেষে কপালে, গালে, ঠোঁটে, বুকের খাঁজে চুমু খায়। নীলা তাতে কোন আপত্তি করে না। বরং পুরণো দিনের মতো সে আদর উপভোগ করে। শেষে বলে, তুমি একটু বসো আমি চা করে নিয়ে আসি।
হিমাংশু বাবুর ফিরতে দেরী দেখে, প্রিতম চা পান শেষ করে, মনে খুশির ফোয়ারা নিয়ে নীলাদের বাড়ি থেকে বেরিয়ে এলো। কিছু দূর আসার পর দেখল, চশমার খাপটা বুক পকেটে থাকলেও, চশমাটা ভুলে, নীলাদের বাড়িতে ফেলে এসেছে। চশমা না থাকলে সে অন্ধ, তাই সে চশমা ফেরৎ আনার জন্য নীলাদের বাড়ির দিকে আবার ফিরল। ফিরে, ঘরে ঢোকার আগে সে দরজার আড়াল থেকে শুনতে পেল, নীলা হিমাংশু বাবুকে উচ্ছল হাসিতে ভেঙে পড়ে বলছে, জান তো প্রিতম আজও ভাবে, আমি তাকে ভালবাসি, লোকটা কী আহাম্মক, তাই না, বলো তো?
হিমাংশু বাবু বললেন, তা কেন হবে? হয় তো প্রিতমবাবু আজও তোমাকে তেমন ভাবেই ভালবাসেন।
নীলা প্রতি উত্তরে বলল, তাতে আমার কি? আমি তো আর ওকে বাসি না।
এ সব কথা শোনার পর, প্রিতম ভাবলো,
তার আর চশমার ফেরৎ পাওয়ার দরকার নেই। দৃষ্টি খুলে গেছে তার। বিভ্রম দূর হয়ে গেছে। সে সব কিছু স্পষ্ট দেখতে পাচ্ছে। চশমা না নিয়েই ফিরল সে, কাউকে কিছু জানাতে পারলো না।

এখন পর্যন্ত গল্পটি পড়া হয়েছে ৮৪ বার
যদি গল্পটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন