শিরোনাম: জোকার

গল্পকার: Author Avatar শংকর ব্রহ্ম

অণুগল্প জোকার

শংকর ব্রহ্ম

মাঝে মাঝে সন্ধ্যবেলা মনোরোগ বিশেষজ্ঞ বন্ধু নিবারণ চক্রবর্তীর চেম্বাার গিয়ে বসি। রোগী না থাকলে, চা পান করতে করতে পুরনো দিনের গল্প করে সময়টা আনন্দে কেটে যায়।
একদিন, চেম্বারে কোন রোগী না থাকায়, আমরা বসে গল্প করছি আর চায়ে চুমুক দিচ্ছি । সেসময় একজন লোক বিষণ্ণভাবে চেম্বারে এসে ঢুকলেন। উস্কো-খুস্কো চুল, চোখদু’টি গাঢ় বিষাদময়। তিনি ঢুকেই বললেন, ডাক্তার বাবু আমার মনটা খুব খারাপ, কয়েকদিন ধরেই ভীষণ গুমড়ে আছে। কি করি বলুন তো?
নিবারণ ডাক্তার শুনে বললো, আপনি এক কাজ করুন। পাটুলিতে সার্কাস হচ্ছে, দেখে আসুন। ওখানকার জোকারের কান্ড কারখানা দেখলে, আর মন গোমড়া করে থাকতে পারবেন না। শুনে লোকটা কেঁদে ফেলে বললো, আমিই সেই জোকার। আমরা তার মুখের দিকে বিস্ময়ে তাকিয়ে রইলাম।

এখন পর্যন্ত গল্পটি পড়া হয়েছে ৬৭ বার
যদি গল্পটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন