হাসান জামান

কবিতা - বৃষ্টি নামুক

হাসান জামান

আজ বৃষ্টি নামুক বৈশাখী ঝড়ে
আকাশের চোখ বেয়ে কান্না ঝরুক
তৃষাতুর মাটির বুকে বৃক্ষ পাঁজরে!

দাওয়ায় বসে দেখবো আমি নাগিনীর স্নান
এলো চুলে হারানো হাসি দীর্ঘ অভিমান
বৃষ্টি জলে নিষিক্ত হোক মরুভূমি প্রাণ!

ভিজে যাক হলুদ পাতা বিষন্ন দিন
নদী ও নৃত্য করুক জীবন রঙিন।
বৃষ্টি নামুক তোমার শহরে নির্জনে
এই বৈশাখে
জাগুক জোয়ার মৃত প্রাণে
অবেলার ডাকে।

৯৯
মন্তব্য করতে ক্লিক করুন