সে ভীষন অভিমানী! বড্ড বোকা
রৌদ্রে পুড়ে বৃষ্টিতে ভিজে
নিজেকে নিজে দ্যায় ধোঁকা!
উপেক্ষা খাঁ খাঁ করে মনে
কাঁদে জোৎস্না ভরা চাঁদ দূরে নির্জনে
দূরত্ব ছোঁয়াচে ব্যাধি তবু সে পাখি
ঝাঁক ভেঙে আকাশে উড়ে একাকী!
তারে যে নামেই ডাকি ফিরবে কি আর
সে ভীষণ ছন্নছাড়া ! বড্ডো বোকা!
কিভাবে আগলে রাখি যায় না রোখা।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন