হাসান জামান

কবিতা - স্বাধীনতা

লেখক: হাসান জামান

আমার কবিতার জন্ম সেই কবে
সবুজ শৈশবে তবু আঁতুড় ঘরে কান্না করে
পোরুলো না চৌকাঠ দুরন্ত কৈশোর
মায়ের আঁচলে শুয়ে আকাশের গল্প বলে
আজো সে পাহাড় ভাঙা যৌবনের স্বপ্নে বিভোর!
ইচ্ছে মতো হামাগুড়ি খায় রঙিন দোলনায় দোলে
মা মা ডাকে! মনে মনে বহুদূর হেঁটে যেতে চায়।
আমার কবিতার উঠে নাই দুধ দাঁত
তবু কামড়ে ধরে মায়ের নরম আঙুল
তখন মায়ের ঠোঁটে ফোটে অজস্র আকাশের তারা রক্ত বর্ণ বসরাই গোলাপ হাস্না বকুল।

আমার কবিতার নেই কোন স্বপ্নের ডানা
মায়ের আদরে তার বেড়ে ওঠা,
বয়স বাড়ে জলের তোড়ে বুদ্ধি বাড়েনা
মায়ের কোলই তার পৃথিবীর একমাত্র ঠিকানা।
মা আমাকে জড়িয়ে কাঁদেন তুই কি স্বাধীন হবি না?
আমার কবিতা ঠোঁট নাড়ে মায়ের মুখে চায়
তেপান্ন বছর পেরিয়েছে পথ চড়াই উৎরাই
স্বাধীনতা আমার কবিতা মায়ের বিজয়
তবু সে ভুলতে পারে নি আঁতুড় ঘরের রক্তের ঘ্রান
মায়ের তীব্র প্রসব বেদনা!

৬৩
মন্তব্য করতে ক্লিক করুন