আমার কপালটা মন্দ!
তুমি আমায় ডাকলে, আমি
পাই বাঁচার ছন্দ।

ছন্দ তালে বাঁচতে হলে,
হয় না ব্যাপার মন্দ।
আমার সাথে চুকিয়ে ফেলো,
থাকলে হাজার দ্বন্দ্ব।