কবিতাঃবিদ্রোহের বাতি
✍কলমে:জাকারিয়া মাসুদ

আমি সেই প্রজা,যার ঘামে তোমার ঐ প্রাসাদ গড়া,
আমার অশ্রুতে ভেজা মাটি,
তুমি নিচ্ছো রাজ্যের রাজার স্বস্তি।
আমায় দিচ্ছো অভাবের শাস্তি
তবে এই যদি হয় আমার মাটি ভেজা ঘামের প্রতিদান

তবে ভাঙ্গবো ক্ষমতার দাদাগিরি, জমিদারী অত্যাচার,
ভেঙে ফেলবো সব নেই আর কোনো লাজ-সংহার।
তোমার খাজনার ফন্দি ফাঁদ, খরা-দুর্ভিক্ষের বান,
আমার চিৎকারে কাঁপবে আকাশ, হবে বিদ্রোহী গান।

তোমার দম্ভ ভাঙব আমি, করব তোমার শাস্তি,
শোষিত প্রজার রক্তে আজ জ্বলবে বিদ্রোহের বাতি।
হাজার প্রজার দীর্ঘশ্বাস আমি, বুলেটের প্রতিপক্ষ
ঘাম ঝড়িয়ে রক্ত দিয়ে করবো তোমার দাসের সিংহাসন ধ্বংস।

জেগে ওঠো, প্রজা হই এক, ভাঙো শোষণের চক্র!
আজ যে আগুন জ্বলছে মনে, সেই আগুনে গড়ে তুলো দাসহীন শোসন মুক্ত প্রাজার স্বাধীন বটবৃক্ষ।

বি.দ্রঃভুল ত্রুটি মাফ করবেন এবং ধরিয়ে দিয়ে শোধরানোর সুযোগ করে দিবে

পরে পড়বো
১৩৬
মন্তব্য করতে ক্লিক করুন