সহ যাত্রী

মো: জায়েদ আজিজ মো: জায়েদ আজিজ

আমি তোমার পাশের যাত্রী
চলছে গাড়ি অনন্তে আর সাথে কালো রাত্রি
আমি তোমার পাশের যাত্রী।
কত কাল চলছি মোরা দিগন্তের পানে
আছে আশা কাটবে রাত, ভোর হবে এইখানে।
পাখি আবার উঠবে ডেকে আলোর পরশ মেখে
ফুলেরা সব ফুটবে আবার, দুচোখ ভরবে তাদের দেখে।
ঐ যে কালো অন্ধকার, হিমেল বাতাস বয়!
জানি ঘুচবে এসব, আলোর হবে জয়।
আশা আছে ধৈর্য ধর, হে সহ যাত্রী
আলোর রেখা ঐ দেখা যায়, শেষ হলো বুঝি রাত্রি।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন