মুহাম্মদ জে এইচ রপ্পি

কবিতা - তোমাকেই শুধু খুঁজি

মুহাম্মদ জে এইচ রপ্পি

‎বাস্তবতার আকাশে,মাঝে মাঝে হারিয়ে যায়
‎বালিকা,তখন,তোমাকে হারানোর মর্মটা,বুঝি,
‎আবেগের সাগরে,আর,নিজেকে ভাসায় না
‎এখনও সন্ধ্যার নীলিমায়,তোমাকে খুঁজি!
‎সন্ধ্যার আকাশে,শুকতারা,মিটিমিটি জ্বলে
‎হৃদয়ের গহীনে,জমে থাকা,অনেক কথা
‎কি জানি কি, আবোল তাবোল বলে।
‎হয়তো,সবাই এটা জানে,
‎বাস্তবতার পরশে,আমি হাসোজ্জল,এক কবি
‎কিন্তু,সবাই এ কথা জানে না,
‎বিরহের আকাশে,মেঘের আড়ালে ডুবন্ত
‎আমি কলঙ্কময়,সেই রবি!
‎কি ভাবছো,এতো নষ্টালজিক আবেগ
‎না না না,এটা ছিলো,প্রথম ভালোবাসা
‎পবিত্রতার সব রেষ,
‎বালিকা,তোমার হেলায়,খেলায়,অবহেলায়
‎আজ আমি,তিলে তিলে শেষ।
‎বালিকা,যে দু’চোখ তোমার জন্য অস্থির ছিলো
‎তা হয়েছে আজ অন্ধ,
‎আমার জন্য,তোমার সকল রাস্তা হয়ে গেছে
‎চিরতরে,চিরকাল বন্ধ।
‎বাস্তবতার আকাশে,মাঝে মাঝে হারিয়ে যায়
‎বালিকা,তখন,তোমাকে হারানোর মর্মটা,বুঝি,
‎আবেগের সাগরে,আর,নিজেকে ভাসায় না
‎এখনও সন্ধ্যার নীলিমায়,
‎বালিকা,তোমাকেই শুধু খুঁজি!

২৬৫
মন্তব্য করতে ক্লিক করুন