জয়দেব বেরা

কবিতা - বেকারত্বের যন্ত্রণা

লেখক: জয়দেব বেরা

বেকারত্বের সমুদ্রে ভেসে আসে
শিক্ষিত ছেলে গুলোর মৃতদেহ!
স্বপ্ন গুলো থেকে যায়
আকাশের তারা হয়ে।
মৃত ছেলেটির চোখে তখনও-
দেখা যায় প্রতিবাদের ভাষা গুলো।
ডিগ্রি গুলো অসহায় চোখে,
বসে থাকে ছেলেটির কবরের পাশে।
কবরের বাইরে আজও শোনা
যায় বেকারত্বের যন্ত্রণা!

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৯৮ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন