ভালোবাসার স্বপ্ন গুলো
জয়দেব বেরা
তোমার চোখের কোণে-
লুকিয়ে রয়েছে আমার স্বপ্ন গুলো;
জানিনা, স্বপ্নদূত কবে ভেসে বেড়াবে
আমার ভালোবাসার স্বপ্ন গুলোকে নিয়ে!
ভালোবাসার চাতক পাখি হয়ে
আজও তাকিয়ে বসে থাকি;
তোমার চোখের পানে চেয়ে
শুধু স্বপ্নগুলো তোমার চোখে দেখবো বলে।
লুকিয়ে রয়েছে আমার স্বপ্ন গুলো;
জানিনা, স্বপ্নদূত কবে ভেসে বেড়াবে
আমার ভালোবাসার স্বপ্ন গুলোকে নিয়ে!
ভালোবাসার চাতক পাখি হয়ে
আজও তাকিয়ে বসে থাকি;
তোমার চোখের পানে চেয়ে
শুধু স্বপ্নগুলো তোমার চোখে দেখবো বলে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১১৫ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন