জয় গোস্বামী

কবিতা - ১২ মে ৮৪ রাত্রির সমস্ত শ্মশানবন্ধুকে

লেখক: জয় গোস্বামী

ধায় রাত্রি ধায় রাত্রি আয় ধাত্রী ভান্ড খুলি তোর
লিখেছি সাতকান্ড আমি খন্ড করে ফ্যাল আমাকে খন্ড হাড় খন্ড ঊরু
দ্বিখন্ডিত বস্তিদেশ, অন্ডকাটা শিখন্ডিত মুন্ডুঅলা দেহ
জগত্ভূমে নৃত্য করে হাত পা ছুঁড়ে নৃত্য করে
অগ্নিভূঁড়ি ফাটিয়ে শেষকৃত্য করে তোর
করে না, কেউ করায় তাকে, ওঠে রে ধূম লক্ষপাকে
যজ্ঞভূমে কাটা আঙুল লকলকিয়ে বৃক্ষ আঁচড়ায়
হা লকলক হো লকলক ভুঁয়ে গড়ায় জ্যান্ত চোখ
কী আনন্দে স্কন্ধ ছিঁড়ে শরীরহারা কামানো এক মাথা
যায় রে যায় শূন্যপথে কাটা গলায় অগ্নি পড়ে
শেষ কামড়ে কামড়ে ধরে বক্ষহারা ভান্ড তোর লৌহলালা খায়
ধায় রাত্রি ধায় রাত্রি মাতৃধারা যায় রে গঙ্গায় ……..

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১০৬ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন