বোঝা

জয় গোস্বামী জয় গোস্বামী

আমি একটা ভারী বোঝা।তুমি বয়ে চলেছিলে আমায়।
আমি কিছু বুঝিনি তখন।
যখন সটান ছুড়ে ফেললে আস্তাকুঁড়ে
তখন বুঝলাম।

জঞ্জাল!জঞ্জাল!

জঞ্জালে আগুন দিল কারা?

ঘুরে ঘুরে ধোঁয়া উঠছে আজ
শেষ-হওয়া সম্পর্ক পুড়ে পুড়ে...
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন