১.
যিনি মুর্খ তিনি তার মুর্খতাকেই জ্ঞান মনে করেন
২.
মুর্খ অন্যকে অন্ধ মনে করে
জ্ঞানী মনে করে অন্ধও দেখতে পায়
৩.
মুর্খ জ্ঞানকে ভয় পায় কারণ জ্ঞান মুর্খের জ্ঞানকে মুর্খতা হিসেবে প্রমাণ করে দেয়
৪.
জ্ঞান হলো মুর্খতার প্রতিষেধক
৫.
যিনি জ্ঞানী তিনি জ্ঞান আছে বলেই জ্ঞানী – তা নয়,
বরং সীমাবদ্ধতাকে অতিক্রম করতে চান বলেই তিনি জ্ঞানী
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন