আমাদের সর্বনাশ হয়ে গেছে: নব পর্ব
আল সাদকাওয়ান
সেই চেতনার বীজটি-
আমরা যাকে রসাল ভেবে লাগিয়েছিলাম,
দুবেলা সার-পানিতে যাকে পরিপুষ্ট করেছিলাম-
আজ জানলাম- সেটি কাঁটাঝোঁপ বৈ কিছু নয়।
যে অষ্টাদশী সুলক্ষণা অনাথাটিকে আমরা-
ভদ্রতাবশত নিয়ম করে খেতে দিয়েছি,
ক্রমশ তার রাক্ষুসীভাব প্রবল হয়ে উঠছে।
আমরা বুঝতে পারিনি-
আমাদের গোলাঘর কবে ফাঁকা হয়ে গেছে,
আমাদের তরুণেরা কবে বুভুক্ষু কাক হয়ে গেছে,
আমাদের প্রিয় নারীরা-
কবে শপিং কার্টের আইটেম হয়ে গেছে,
আমাদের শিশুরা কবে ভারবাহী খচ্চর হয়ে গেছে,
আমাদের রোদ্দুর কবে অমাবস্যা হয়ে গেছে,
আমাদের সোনালি ধান- কবে মরা শাঁস হয়ে গেছে,
আমাদের গরুগুলো- কবে ফসিলকৃত মমি হয়ে গেছে,
আমাদের আশাগুলো- কবে কবরের হাড্ডি হয়ে গেছে,
আমাদের ব্যবসায়- কবে লালবাতি জ্বলে গেছে,
আমরা বুঝতে পারিনি,
আমাদের সর্বনাশ হয়ে গেছে!
আমরা যাকে রসাল ভেবে লাগিয়েছিলাম,
দুবেলা সার-পানিতে যাকে পরিপুষ্ট করেছিলাম-
আজ জানলাম- সেটি কাঁটাঝোঁপ বৈ কিছু নয়।
যে অষ্টাদশী সুলক্ষণা অনাথাটিকে আমরা-
ভদ্রতাবশত নিয়ম করে খেতে দিয়েছি,
ক্রমশ তার রাক্ষুসীভাব প্রবল হয়ে উঠছে।
আমরা বুঝতে পারিনি-
আমাদের গোলাঘর কবে ফাঁকা হয়ে গেছে,
আমাদের তরুণেরা কবে বুভুক্ষু কাক হয়ে গেছে,
আমাদের প্রিয় নারীরা-
কবে শপিং কার্টের আইটেম হয়ে গেছে,
আমাদের শিশুরা কবে ভারবাহী খচ্চর হয়ে গেছে,
আমাদের রোদ্দুর কবে অমাবস্যা হয়ে গেছে,
আমাদের সোনালি ধান- কবে মরা শাঁস হয়ে গেছে,
আমাদের গরুগুলো- কবে ফসিলকৃত মমি হয়ে গেছে,
আমাদের আশাগুলো- কবে কবরের হাড্ডি হয়ে গেছে,
আমাদের ব্যবসায়- কবে লালবাতি জ্বলে গেছে,
আমরা বুঝতে পারিনি,
আমাদের সর্বনাশ হয়ে গেছে!
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮৯ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন