গিরগিটি আর স্নেক

আল সাদকাওয়ান

গিরগিটিরে ডাকি কহিছে স্নেক,
‘গাছের ডাইলায় থাইকা-
ধরো কতো ভেক!
আমি থাকি মহাসুখে,
গর্তের ভিতরে-
তুমি কত্তো মারা খাও,
রোদ-বৃষ্টি-ঝড়ে।’
গিরগিটি ভ্যাডাইয়া কয়,
‘সন্দেহ কি তায়,
মারা খাই, তবু থাকি
উঁচা ডেরায়।
গর্ত হোক, তবু ভাই-
নিচু সে জাগা,
দৌড়ান দিলে ভাগা লাগে-
পাছায় লইয়া হাগা।’
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ১২৬ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন