কামারশালায় কুমার
আল সাদকাওয়ান
হাপরের হাঁপানি থেকে
হুপহাপ আসে বেরিয়ে-
টকটকে লাল তাতানো ধাতুর মতো
কতশত তাতারি তরুণ-
তাদের ধাতব ধড়ে,
প্রকৃতির স্বাগত কালিমা।
ঘষেমেজে নিলে পরে,
হাতুড়ি-বাটালের সশব্দ ষড়যন্ত্র ছেড়ে
বেরিয়ে আসে
পালিশ করা যতো
আখ্যানের বীর- গিলগামেশ, পার্সিয়াস
কি রোস্তম মায় অর্জুন অবধি,
চমৎকারের মতো।
কখনও ভুল টানে,
সেই হতভাগ্য ধাতব ধড়ে, হাতুড়ির মুখ হানে-
অন্য পরিচয় গড়ে, বেরিয়ে আসে
রুপান্তরিত কাফকীয় পোকা কি বায়রনী নায়ক।
সত্য সেলুকাস, কি বিচিত্র এই ভূবন-
কতো রঙিন-বেরঙিন নায়কের ভীড়ে,
আগুন আর ধোঁয়ার পৈর্তৃক নীড়ে-
জন্ম নেয় শুদ্ধতম কুমারেরা,
রুপকথারা নেচে যায়-
তাদেরই ছায়া ঘিরে।
হুপহাপ আসে বেরিয়ে-
টকটকে লাল তাতানো ধাতুর মতো
কতশত তাতারি তরুণ-
তাদের ধাতব ধড়ে,
প্রকৃতির স্বাগত কালিমা।
ঘষেমেজে নিলে পরে,
হাতুড়ি-বাটালের সশব্দ ষড়যন্ত্র ছেড়ে
বেরিয়ে আসে
পালিশ করা যতো
আখ্যানের বীর- গিলগামেশ, পার্সিয়াস
কি রোস্তম মায় অর্জুন অবধি,
চমৎকারের মতো।
কখনও ভুল টানে,
সেই হতভাগ্য ধাতব ধড়ে, হাতুড়ির মুখ হানে-
অন্য পরিচয় গড়ে, বেরিয়ে আসে
রুপান্তরিত কাফকীয় পোকা কি বায়রনী নায়ক।
সত্য সেলুকাস, কি বিচিত্র এই ভূবন-
কতো রঙিন-বেরঙিন নায়কের ভীড়ে,
আগুন আর ধোঁয়ার পৈর্তৃক নীড়ে-
জন্ম নেয় শুদ্ধতম কুমারেরা,
রুপকথারা নেচে যায়-
তাদেরই ছায়া ঘিরে।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন