পরীধরা কেউ
আল সাদকাওয়ান
দিনরাত কোন আদিখ্যেতায়,
বিড়বিড় করে গাল পাড়ে কেউ,
কিসে দিলে করল জখম-
মানুষ, নাকি ফেউ?
মুনির শামীর মতোন-
কোন খাতুনের নেকাবের তলা দেখে,
বিড়বিড়ায়ে সে যায় অকারণ?
কোন কোহকাফী মোহে নিল তারে-
বশিল কোন পরীতে,
আদৌ কি দেখবে কভু-
দিনরাত্রি কেমনে ঘোরে?
কোন সে মাশুকের টান-
মাংসের গন্ধে অরুচি, অথচ,
হাড়ের সুবাসে খানখান?
জানি না, কইতে পারি না-
কিন্তু এটুক জানি নিশ্চয়,
এই কাল্পনিক ইশকে-
আছে মৌতাত, আছে বরাভয়।
কোন অদেখার দেখা পাইতে-
সে দিওয়ানা, খাহেশ করে না পাইতে হুর-
তবে কি মদমত্ত, খোয়াবে দেখে নূর?
বিড়বিড় করে গাল পাড়ে কেউ,
কিসে দিলে করল জখম-
মানুষ, নাকি ফেউ?
মুনির শামীর মতোন-
কোন খাতুনের নেকাবের তলা দেখে,
বিড়বিড়ায়ে সে যায় অকারণ?
কোন কোহকাফী মোহে নিল তারে-
বশিল কোন পরীতে,
আদৌ কি দেখবে কভু-
দিনরাত্রি কেমনে ঘোরে?
কোন সে মাশুকের টান-
মাংসের গন্ধে অরুচি, অথচ,
হাড়ের সুবাসে খানখান?
জানি না, কইতে পারি না-
কিন্তু এটুক জানি নিশ্চয়,
এই কাল্পনিক ইশকে-
আছে মৌতাত, আছে বরাভয়।
কোন অদেখার দেখা পাইতে-
সে দিওয়ানা, খাহেশ করে না পাইতে হুর-
তবে কি মদমত্ত, খোয়াবে দেখে নূর?
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৯২ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন