ত্রস্তপদের পথচারী

আল সাদকাওয়ান

সবাই কয়,
“হও মুক্তবাক, কথা তোর-
পাখি হয়ে উড়ুক!”
আর হয়েছে পাখি হওয়া-
রেনেসাঁর চাপে,
আদমের আপেল হয়ে গেছে-
সাওয়ার সাইডার।
মেপে হাঁটি, চেপে জাগি-
পাছে মুক্তবাকেরা,
গলায় ফাঁস হয়ে এঁটে-
প্রাণপাখিরে যায় চেটে!
অধমের কথা এক-
লাথিঝাঁটা যত খাই,
উপরওয়ালার ইচ্ছাই নেক!
সাধু সাজি বা সাজি দুরাত্না-
উচ্চিংড়ের দলের তাতে কি?
হাঁটলে গতর ঢেকে-
পালাবে কি ওদের বাড়ির ঝি?
এইসব হাবিজাবি ভেবে-
হাত ঢুকিয়ে ফুটো জেবে,
ফিরি ঘর। পোষা গনতন্ত্রে-
বিবিসাবেরা সুখী, আর
রঙধনুরা ঝুম হয়ে-
নামে ঝরঝর।
এখন পর্যন্ত কবিতাটি পড়া হয়েছে ৮১ বার
যদি কবিতাটা সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
    মন্তব্য করতে এখানে ক্লিক করুন