কবিতা - উদ্ধত অসি

লেখক: আল সাদকাওয়ান

বিশ্বাস করুন,
মাঝে মাঝে, কখনও উন্মত্ত কোনও দুপুরে-
পিছিয়ে যাওয়ার কথা বললে, রাগের ভিসুভিয়াস ফোটে।
ইচ্ছে হয়, সিনেমার বীরপুঙ্গবদের মতোন বলি-
“মারব এখানে, লাশ পড়বে মশানে!”
ইচ্ছে হয়- ঠিক একই নিষ্ঠুর, হিটলারি মুখ নিয়ে
সিডরের তীব্রতায় আছড়ে পড়ি- ঘামেভেজা কাঁথা পেঁচিয়ে,
প্রতিপক্ষের মুখে ঠুসে দিই খড়ি!
নিশ্চিত জানি, কিছুক্ষণ পরই-
নীল নপুংসক ভদ্রতা ছড়িয়ে,
বেতো শুয়োরের যন্ত্রণা মেখে-
উঠে বসব, বলব সেই সৌপ্তিক শবরকে;
“ভুলে বলে ফেলসি- মাফ করে দেন, ভাই!”
রাগ আর শোচনায় তখন চলছে দড়ি টানাটানি-
তবুও টলতে টলতে,
যত লম্বা সেলাম ঠোকা যায়, দিয়ে-
মধ্যবিত্তের বৃত্তে খেলব বাঘবন্দি, আনত চোখজোড়া নিয়ে।
সেই ক্ষমাভিক্ষার খেলায়- পা দিয়েই মনে হবে,
“দুত্তোর ছাই-
কেন যে রাগতে গেছি,
আমার না প্রেশার!”
তারপর, গরুর বদলে গাধা-
আর ঠগের বদলে চামারের উপাধি কিনে,
কিংবা বাসি সব চ বর্গীয় গাল-
কি জন্মস্থানের জের টেনে
ঝাড়ি খাব কিছুক্ষণ।
নির্বোধ বিস্রস্ত খুশকিপোরা কিছু চুল ছিঁড়ে-
প্রতিপক্ষ বলবে,
”এবারের মতো, ছেড়ে দিলাম-
পরের বার…”
উত্তর জেনেও-
বোকাবাক্সের বেদজ্ঞানে ভরপুর আমি,
গটাগট হেঁটে শুয়ে পড়ব আবার,
বালিশে এঁদো কফের ঘ্রাণ নিয়ে।

এখন পর্যন্ত লেখাটি পড়া হয়েছে ১৩১ বার
যদি লেখাটি সম্পর্কে কোন অভিযোগ থাকে, রিপোর্ট করুন
মন্তব্য করতে এখানে ক্লিক করুন