কবিতা - আলতো করে আঙুল রেখে কাজী নজরুল ইসলাম শনিবার, ০৭ জুন ২০২৫ বিবিধ কবিতা আলতো করে আঙুল রেখে প্রিয়ার কালো পশমি কেশে, কইনু তারে, ‘দাও গো জীবন, এসেছি অমৃতের দেশে।’ কইল প্রিয়া, ‘অলক ছাড়, তার চেয়ে এই অধর ধর! খুঁজো নাকো দীর্ঘজীবন- ফুর্তি মউজ ওড়াও হেসে’।। ♥ ০ পরে পড়বো ৮৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন