কাজী নজরুল ইসলাম

কবিতা - আমার করে তোমার অলক

কাজী নজরুল ইসলাম
শনিবার, ০৭ জুন ২০২৫ বিবিধ কবিতা

আমার করে তোমার অলক
জড়িয়ে বীণার তারের মত।
এ হৃদি-ভার আমার- শুধু
তোমার ঠোঁটে হয় আনত।
চিকন তোমার ও-মুখখানি
ভুখা হিয়ার সান্ত্বনা মোর
সর্ব-গ্রাসী মোর ক্ষুধার খোরাক
ওই দেহটুক? হায় বিধাতঃ!!

পরে পড়বো
৭৪
মন্তব্য করতে ক্লিক করুন