কবিতা - আনন্দ আর হাসি-গানের কাজী নজরুল ইসলাম বিবিধ কবিতা আনন্দ আর হাসি-গানের প্রমত্ততার সময় হলো, পেয়ালা, শারাব, দিল-দরদী, দিলরুবা নাও, বেরিয়ে চলো! একটি ফুঁয়ের এই ত জীবন! তাই তো বলি, ক্ষণেক তরে কুঁজোর আঙুর-রক্ত ঢেলে গেলাস বাটি রঙিয়ে তোলো! ♥ ০ পরে পড়বো ৯২ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন