কবিতা - আনতে বল পেয়ালা শারাব কাজী নজরুল ইসলাম শনিবার, ০৭ জুন ২০২৫ বিবিধ কবিতা আনতে বল পেয়ালা শারাব পার্শ্বে ব’সে পরান-বঁধুর। নিঙারি লও পুষ্প-তনু তন্বঙ্গীর অধর-আঙুর। আহত যে- ক্ষত-ব্যথায় সোয়াস্তি চায়, চায় সে আরাম; বিষম তোমার হৃদয়-ক্ষত, ডাকো হাকিম কপট চতুর।। ♥ ০ পরে পড়বো ১১১ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন