কবিতা - আয়ুর মরু বেয়ে এলো কাজী নজরুল ইসলাম শনিবার, ০৭ জুন ২০২৫ বিবিধ কবিতা আয়ুর মরু বেয়ে এলো খ্যাপা প্লাবন আকুল ধারায়, এই তো জীবন- পান-পিয়ালা ভরার সময় কানায় কানায়। হুঁশিয়ার হও সাহেব! যেন খুশি হয়ে কালের কুলি তোমার জীবন-গেহ থেকে আসবাব সব উঠিয়ে নে’ যায়।। ♥ ০ পরে পড়বো ১৩১ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন