কবিতা - বেলা পড়ে এল জলকে সই চল কাজী নজরুল ইসলাম গান, বিবিধ কবিতা বেলা পড়ে এল জলকে সই চল চল ডাকিছে ঐ তটিনী ছলছল।। বকের সারিকার মালিকা দুলিয়ে, আসিছে সাঁঝ ঐ চিকুর এলিয়ে, আকাশের কোলে শিশু শশীরে ঐ দেখিতে আসিছে তারকা দলে দল।। কমলিনীর মলিন মুখ হাসে জলে শাপলা শালুক, বনের পথে হলো আঁধার জোনাকী ঐ চমকে ঝলমল।। ♥ ০ পরে পড়বো ১০১ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন