কবিতা - ভাবনু, যখন করছে মানা কাজী নজরুল ইসলাম বিবিধ কবিতা ভাবনু, যখন করছে মানা বন্ধুরা সব আগলে ভাঁটি- দিলাম ছেড়ে এবার ফুলের মরশুমে ভাই শারাব খাঁটি। ফুল-বাগিচায় বুলবুলিরা উঠল গেয়ে,- হায় রে বেকুব, এমন ফাগুন, ফুলের ফসল, নাইকো শারাব?- সকল মাটি।। ♥ ০ পরে পড়বো ১২৫ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন