কবিতা - ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি কাজী নজরুল ইসলাম গান ভোরের হাওয়া এলে ঘুম ভাঙাতে কি চুম হেনে নয়ন-পাতে। ঝিরি ঝিরি ধীরি ধীরি কুণ্ঠিত ভাষা গুণ্ঠিতারে শুনাতে।। হিম-শিশিরে মাজি’ তনুখানি ফুল-অঞ্জলি আন ভরি’ দুই পাণি, ফুলে ফুলে ধরা যেন ভরা ফুলদানি বিশ্ব-সুষমা সভাতে। ♥ ০ পরে পড়বো ১০৫ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন