কবিতা - ভূলোক আর দ্যুলোকেরই কাজী নজরুল ইসলাম আধ্যাত্মিক কবিতা ভূলোক আর দ্যুলোকেরই মন্দ ভালোর ভাবনাতে, বে-পরোয়া ঘুরে বেড়াই ভাটি-খানার আড্ডাতে। গোলোক হয়ে পড়ত যদি মোর ঘরে ঐ যুগল লোক, মদের নেশায় বিকিয়ে দিতাম ওদের একটা আধলাতে। ♥ ০ পরে পড়বো ৮৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন