কাজী নজরুল ইসলাম

কবিতা - বলতে পার! টক সে কেন আঙুর

কাজী নজরুল ইসলাম
বুধবার, ০৪ জুন ২০২৫ আধ্যাত্মিক কবিতা

বলতে পার! টক সে কেন আঙুর যখন কাঁচা রয়?
পাকলে ভরে মিষ্টি রসে, তারই শারাব তিক্ত হয়।
কাঠকে কুঁদে কুঁদে যখন শিল্পী গড়ে রবাব বীণ
সেই কাঠে সেই শিল্পী বেণু গড়তে পারে? নয় গো নয়!

পরে পড়বো
১৪৯
মন্তব্য করতে ক্লিক করুন