চলো মন আনন্দ-ধাম!
চলো মন আনন্দ-ধাম রে
চলো আনন্দ-ধাম।।
লীলা-বিহার প্রেম-লোক
নাই রে সেথা দুঃখ-শোক,
সেথা বিহরে চির-ব্রজবালক
বন্শিওয়ালা শ্যাম রে
চলো আনন্দ-ধ্যাম।।
অবাঙ্মানস-গোচরম্-
নাহি চরাচর নাহি রে ব্যোম,
লীলা-সাথী গ্রহ রবি ও সোম
সংগীত- ওম্ নাম রে
চলো আনন্দ-ধাম।।
০
০
সেভ বা রিয়েক্ট করার জন্য লগইন করে নিন!
মন্তব্য করতে ক্লিক করুন