কবিতা - দাও মোরে ওই গেঁয়ো মেয়ের কাজী নজরুল ইসলাম শনিবার, ০৭ জুন ২০২৫ বিবিধ কবিতা দাও মোরে ওই গেঁয়ো মেয়ের তৈরি খাঁটি মদ পুরানা। তাই পিয়ে আজ গুটিয়ে ফেলি জীবনের এই গালচে’খানা। যদি ধরার মন্দ ভালো দাও ভুলিয়ে মস্ত্ ক’রে, জানিয়ে দেব এই সৃষ্টির রহস্যময় সব অজানা।। ♥ ০ পরে পড়বো ৯৬ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন