কবিতা - দেখ রে বিকচ ফুলকুমারীর কাজী নজরুল ইসলাম শনিবার, ০৭ জুন ২০২৫ বিবিধ কবিতা দেখ রে বিকচ ফুলকুমারীর রূপ-সুষমার আনন-শোভা, দেখ বাদলের কাঁদন সাথে ফুলের হাসি মনোলোভা! কীসের এত ঠমক দেখায় দেবদারু আজ দখনে হাওয়ায়, ফুলরানিরে করবে বীজন দোল দিল এই আনন্দ বা! ♥ ০ পরে পড়বো ১০৬ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন