কবিতা - দশ বিদ্যা, আট স্বর্গ কাজী নজরুল ইসলাম আধ্যাত্মিক কবিতা দশ বিদ্যা, আট স্বর্গ, সাত গ্রহ আর নয় গগন করল স্রষ্টা সৃষ্টি রে ভাই, দেখছে যাহা জ্ঞান-নয়ন। চার উপাদান, ইন্দ্রিয় পাঁচ, আত্মা তিন, ও দুই জগৎ- পারল না সে সৃষ্টি করতে আরেকটি লোক মোর মতন। ♥ ০ পরে পড়বো ১১১ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন