কবিতা - এই নেহারি- নিবিড় মেঘে কাজী নজরুল ইসলাম আধ্যাত্মিক কবিতা এই নেহারি- নিবিড় মেঘে মগ্ন আছে মুখ তোমার, একটু পরেই ঠিকরে পড়ে ভুবন-মোহন দীপ্তি তার। মহলা দাও নিজ মহিমার নিজের কাছেই, হে বিরাট, দ্রষ্টা তুমি, দৃশ্য তুমি তোমার অভিনয়-লীলার! ♥ ০ পরে পড়বো ৮৯ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন