কবিতা - একেলা গোরী জলকে চলে গঙ্গাতীর কাজী নজরুল ইসলাম রবিবার, ১৫ জুন ২০২৫ গান একেলা গোরী জলকে চলে গঙ্গাতীর। অঙ্গে ঢুলিয়া পড়ে লালসে অলস সমীর।। কাঁকনে কলসে বাজে কত কথা পথ মাঝে, আঁচল চুমিছে শিশির।। তটিনীতে চলে কি গো সোনার বরণ মায়া-মৃগ, নয়নে আবেশ মদির। রাঙা ঊষার রাঙা সতিন, পথ-ভোলা ছন্দ কবির।। ♥ ০ পরে পড়বো ১৩৩ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন