কাজী নজরুল ইসলাম

কবিতা - হোলি

কাজী নজরুল ইসলাম
বৃহস্পতিবার, ২৮ নভেম্বর ২০২৪ ধর্মীয় কবিতা

আয় লো সই খেলব খেলা
ফাগের ফাজিল পিচকিরিতে।
আজ শ্যামে জোর করব ঘায়েল
হোরির সুরের গিটকিরিতে।
বসন ভূষণ ফেল লো খুলে,
দে দোল দে দোদুল দুলে,
কর লালে লাল কালার কালো
আবির হাসির টিটকিরিতে॥

পরে পড়বো
২২৬
মন্তব্য করতে ক্লিক করুন