কবিতা - কালকে রাতে ফিরছি কাজী নজরুল ইসলাম আধ্যাত্মিক কবিতা কালকে রাতে ফিরছি যখন ভাঁটিখানার পাঁড় মাতাল, পীর সাহেবে দেখতে পেলাম, হাতে বোতল-ভরা মাল। কইনু, ‘হে পীর, শরম তোমার নেই কি?’ হেসে কইল পীর, ‘খোদার দয়ার ভাণ্ডার সে অফুরন্ত রে বাচাল!’ ♥ ০ পরে পড়বো ১০৭ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন