কবিতা - খামকা ব্যথার বিষ খাসনে কাজী নজরুল ইসলাম আধ্যাত্মিক কবিতা খামকা ব্যথার বিষ খাসনে, মুষড়ে যাসনে নিরাশায়, ফেরেব-বাজির এই দুনিয়া তুই ধরে থাক সত্য ন্যায় আখেরে তো দেখলি বিশ্ব শূন্য ফাঁস ফক্কিকার, তুইও মায়ার পুতুল যখন- ভয় ভাবনা যাক চুলায়! ♥ ০ পরে পড়বো ১০২ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন