কবিতা - খ্যাতির মুকুট পরলে হেথায় কাজী নজরুল ইসলাম আধ্যাত্মিক কবিতা খ্যাতির মুকুট পরলে হেথায় নিন্দা-গ্লানির পাঁক হানে, বলবে ষড়যন্ত্রকারী বোস যদি তুই গোরস্থানে। ‘খিজির’ হও আর ‘ইলিয়াস’ হও; সব সে-আচ্ছা এই ধরায় জানতে চাসনে কারেও আর তোরেও কেহ না জানে। ♥ ০ পরে পড়বো ৮২ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন