কাজী নজরুল ইসলাম

কবিতা - খরাব হওয়ার শারাব-খানায়

কাজী নজরুল ইসলাম
সোমবার, ০২ জুন ২০২৫ বিবিধ কবিতা

খরাব হওয়ার শারাব-খানায় ছুটছি আমি আবার আজ,
রোজ পাঁচবার আজান শুনি, পড়তে নাহি যাই নামাজ!
যেমনি দেখি উদগ্রীব ঐ মদের কুঁজো, অমনি ভাই-
কুঁজোর মতোই উদগ্রীব হই, কণ্ঠ সটান হয় দরাজ।

পরে পড়বো
১১৯
মন্তব্য করতে ক্লিক করুন