কবিতা - মার্কা-মারা রইস যত কাজী নজরুল ইসলাম আধ্যাত্মিক কবিতা মার্কা-মারা রইস যত- ঈষৎ দুখের বোঝার ভার বইতে যাঁরা পড়েন ভেঙে, বিস্ময়ের নাই অন্ত আর, তাঁরাই যখন দীন দরিদ্রে দেখেন দ্বারে পাততে হাত তাদের তখন চিনতে নারেন মানুষ বলে এই ধরার। ♥ ০ পরে পড়বো ৭৭ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন