কবিতা - মদের নেশার গোলাম আমি কাজী নজরুল ইসলাম আধ্যাত্মিক কবিতা মদের নেশার গোলাম আমি সদাই থাকি নুইয়ে শির, জীবন আমি পথ রাখি ভাই প্রসাদ পেতে তার হাসির। শারাব-ভরা কুঁজোর টুটি জাপটে সাকি হস্তে তার পাত্রে ঢালে, নিঠুর হাতে নিঙড়ে তাহার লাল রুধির। ♥ ০ পরে পড়বো ৮৫ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন