কবিতা - মহুয়া ফুলের মদির বাসে কাজী নজরুল ইসলাম গান মহুয়া ফুলের মদির বাসে, নেশাতে নয়ন ঝিমিয়ে আসে।। মাতাল পাপিয়া পিয়া পিয়া ডাকে, দোলন-চাঁপার ঝুলন-শাখে, মদালস বায়ে মন উদাসে।। নিঁদালি ছাওয়া চৈতালী হাওয়া, স্বপনের ঘোর লাগে আকাশে মৌমাছির পাখা জড়িয়ে আসে।। ♥ ০ পরে পড়বো ৭১ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন