কবিতা - নিশীথ-স্বপন তোর কাজী নজরুল ইসলাম গান নিশীথ-স্বপন তোর ভুলে যা এ নিশি-শেষে। বাদল-অবসানে আকাশ উঠেছে হেসে।। চখার পাশে আসে বিরহ-রাতের চখি! আঁধার লুকাল ওই দূর বনে এলোকেশে।। শরম-রাঙা গালে, জাগিল কুমারী উষা, তরুণ অরুণ ওই এল রাঙা বর-বেশে।। ♥ ০ পরে পড়বো ৬৯ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন