কবিতা - পিয়ালাগুলি তুলে ধরো কাজী নজরুল ইসলাম বুধবার, ০৪ জুন ২০২৫ বিবিধ কবিতা পিয়ালাগুলি তুলে ধরো চৈত্রী লালা ফুলের প্রায় ফুরসুত তোর থাকলে, নিয়ে বস লালা-রুখদিল প্রিয়ায়। মউজ করে শারাব পিও, গ্রহের ফেরে হয়তো ভাই উলটে দেবে পেয়ালা সুখের হঠাৎ-আসা ঝঞ্ঝাবায়। ♥ ০ পরে পড়বো ৯৬ রিপোর্ট শেয়ার করুন
মন্তব্য করতে ক্লিক করুন